ড্রাইভারের ভুল শুধরে দেবে মোবাইল অ্যাপ

37584-smartcarsystem
তথ্য প্রযুক্তি ডেস্ক:
অপটু হাতে গাড়ি চালাচ্ছেন! আর ভুলও করছেন দেদার? চিন্তা নেই, আপনার গাড়ি চালাতে গিয়ে যা যা ভুল করছেন তা সব ধরে দেবে একটি মোবাইল অ্যাপ৷ এমনই নয়া অ্যাপ তৈরি করেছেন ভারতীয় বিজ্ঞানী আশুতোষ সাক্সেনা৷

নয়া এই অ্যাপের নাম অ্যালগরিদম৷ নয়া এই অ্যাপ গাড়ির ড্রাইভার গাড়ি ভুল চালালেই তা বলে দেবে৷
কর্নেল ইউনিভার্সিটির অ্যাসিট্যান্ট প্রফেসর আশুতোষ সাক্সেনার তৈরি এই অ্যালগরিদম অ্যাপ বলে দেবে গাড়ি চালানোর সময় চালক ঠিক কী কী ভুল করছেন৷

ড্রাইভারের মাথা নাড়ানো ও সামনের রাস্তা দেখে কম্পিউটার কয়েক সেকেন্ড আগেই বুঝতে পারবে তারা কোনও ভুল করতে চলেছেন কিনা। র‌্যাডার, ক্যামেরা ও সেনসরের সাহায্যে অন্যান্য গাড়ির গতিবিধি লক্ষ্যে রেখে লাইট, সাউন্ড বা ভাইব্রেশনের মাধ্যমে ভুল করার আগেই গাড়ির চালকদের সতর্ক করে দেবে এই সিস্টেম৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন