দীঘিনালায় ট্রাক ভর্তি ভারতীয় চিনি আটক

fec-image

 খাগড়াছড়ির দীঘিনালায় এক ট্রাক ভারতীয় চিনি আটক করা হয়েছে। এঘটনায় জড়িত পাচারকারী বাবুধন চাকমা(২৭) এবং ট্রাক চালক মো. জিয়া(৪২) কে আটক করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) রাতে দীঘিনালা জোনের সেনাবাহিনী ট্রাক বোঝাই চিনিসহ তাদের আটক করে।

জানা যায়, সাজেক সীমান্ত এলাকা ভারতের উদয়পুর থেকে গোপনে ১৪০ বস্তা চিনি মিনি ট্রাক বোঝাই করে নিয়ে আসে। রাত ১০টায় দীঘিনালা জোন অতিক্রম করার সময় নিরাপত্তা চেক পোস্টে সন্দেহ হলে গতি রোধ করে। পরে তল্লাশি চালিয়ে গাড়ি ভর্তি এসব চিনি উদ্ধার করা হয়। ট্রাক নম্বর চট্ট মেট্রো ট ১১-৭৫৮৩ । এসময় পাচারকারী বাবুধন চাকমা(২৭) এবং ট্রাক চালক মো. জিয়া(৪২)কে আটক করা হয়।

পরে রাতেই ট্রাক বোঝাই চিনি এবং আটককৃতদের দীঘিনালা থানায় সোপর্দ করে।

এব্যাপারে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতি বস্তা ৫০ কেজি হারে ১শত ৪০বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকটি আটক করে দীঘিনালা জোনের সেনাবাহিনী। এসময় ট্রাক চালক মো. জিয়া (৪২) এবং পাচারকারী বাবুধন চাকমা(২৭)কে আটক করা হয়েছে।

এঘটনায় দীঘিনালা থানার এসআই মো. নুরুদ্দীন বাদী হয়ে, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন