দীঘিনালায় সামাজিক সংগঠন “সুরে ও ছন্দে”র শীতবস্ত্র বিতরণ

fec-image

দীঘিনালা উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ করেন ফেসবুক গ্রুপ “সুরে ও ছন্দে” নামের একটি সামাজিক সংগঠন।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন, ‘ফেসবুক গ্রুপ “সুরে ও ছন্দে” সামাজিক সংগঠনের সদস্য এবং মালিবাগ (ঢাকা) সিআইডি ইন্সপেক্টর সুব্রত শেখর ভক্ত। এসময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা একেএম আহসান প্রমুখ।

সুব্রত শেখর ভক্ত বলেন, সুরে ও ছন্দে’ একটি সামাজিক সংগঠন। যা ফেসবুক গ্রুপের মাধ্যমে পরিচালনা করা হয়। দেশ বিদেশে এই গ্রুপের অনেক সদস্য যারা অনেকেই আমাদের পরিচিত নয়। সৌদি আরবের এক চিকিৎসক দম্পতি’সহ সকলের সহযোগিতায় আমরা এসব সেবামুলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি।

এসময় বোয়ালখালী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৫০টি কম্বল, কাঠালতলী আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০টি, হোসনেয়ারা মঞ্জুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১শত ৪৫ জন ছাত্র ছাত্রীদের মাঝে সোয়েটার এবং প্যান্ট, দুর্গম সীমানাপাড়া গ্রামে ১শত ১০টি আলীনগর গ্রামে ৬০টি কম্বল বিতরণ করা হয়।

দুর্গম সীমানাপাড়া এবং আলীনগর গ্রামের লোকজন শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দীঘিনালা, শীতবস্ত্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন