নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৭ হাজার ৩২ ফুট কাঠ জব্দ

 

নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অভিযান চালিয়ে আজ শনিবার সন্ধ্যা ৬টায় ৭০৩২ ফুট অবৈধ কাঠ আটক করে । নাইক্ষ্যংছড়ি বিজিবি সূত্র জানা যায়, বিজিবি’র অধীনস্থ ফুরতলী বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার মো : আলমগীর হোসনের নেতৃত্বে সন্ধ্যা ৬টায় অভিযান চালিয়ে ফুলতলী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৭০৩২ ফুট বিভিন্ন জাতের অবৈধ কাঠ জব্দ করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে বনজ দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এসব কাঠের বাজার মূল্য ১১ লক্ষ টাকা উল্লেখ করা হযেছে ।

নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে : কর্ণেল মো : সফিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারী এবং চোরাচালানী প্রতিরোধে ৩১ বর্ডার গার্ড সর্বদা সচেষ্ট । নিয়মিত টহলে এই কাঠ আটক করা হয় । এসব অবৈধ কাঠের জন্য বনজ দ্রব্য নিয়ন্ত্রন আইনে ব্যবস্থা নেয় হচ্ছে ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন