নাইক্ষ্যংছড়িতে মুজিববর্ষ উপলক্ষে পার্বত্যমন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন জাতের চারা বিতরণ

fec-image

বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে পার্বত্যমন্ত্রণালয়ের উদ্যোগে এবং বান্দরবান জেলা পরিষদ আয়োজনে নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন জাতের ১০ হাজার ৫শত চারা বিতরণ ভিডিও কমফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী।

 রবিবার (১৯ জুলাই)সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ে সংযুক্ত হয়ে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. শফি উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়ান চাক্, উপজেলা ভাইস চেয়ারম্যান মং হ্লা ওয়ে মার্মা।

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো,ইমরান মেম্বার,প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম কাজল,অর্থ-সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. আব্দু সাত্তারসহ প্রমূখ নেতৃবৃন্দ।

ভিডিও কমফারেন্স শেষে  চারা রোপণ এর ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা গ্রহণ করার মধ্যে পার্বত্য উন্নয়ন বোর্ডের আওতাধীন পাড়া কেন্দ্রে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।

আর এদিকে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্যদের হাতে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন জেলা পরিষদের সদস্য ক্যানু ওয়ান চাক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, পার্বত্যমন্ত্রণালয়, মুজিববর্ষ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন