রামুতে মুজিববর্ষ উপলক্ষে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ ও চারা বিতরণ

fec-image

রামুতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যদের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

“মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্যে রবিবার (১৯ জুলাই) দুপুরে রামু উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে চারা বিতরণ করেন, রামু আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরজিনা আক্তার।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরজিনা আক্তার জানান, বঙ্গবন্ধু‘র জন্মশতবার্ষিকী উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কক্সবাজার জেলা কমান্ড্যান্ট এর নির্দেশে রামুতে আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্য সদস্যদের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

এছাড়া উপজেলা কম্পাউন্ড ও পার্শবর্তী পতিত জমিতে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন আনসার-ভিডিপির কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার-ভিডিপি দলনেতা, দলনেত্রী, উপজেলা কোম্পানী কমান্ডার ও ইউনিয়ন আনসার কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বৃক্ষরোপণ, মুজিববর্ষ, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন