নাইক্ষ্যংছড়ি বিজিবি-পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-২

Capture

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের সহায়তায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি-পুলিশের যৌথ দল। গতকাল বুধবার নাইক্ষ্যংছড়ি সদরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট মাদকপাচার আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির হাবিলদার মো. সাইদুর রহমানের নেতৃত্বে ধুংরী হেডম্যানপাড়া এলাকার মৃত মংচাই মার্মার ছেলে মংলা প্রু ও ছালামীপাড়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে রফিকুল্লাহ একটি মোটরসাইকেল যোগে নাইক্ষ্যংছড়িতে প্রবেশের পথে বিজিবি-পুলিশের যৌথ দল তাদের চ্যালেঞ্জ করে। পরে তাদের কাছে থাকা একটি পলিথিন থেকে ১কেজি ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকৃত দুই মাদকপাচারকারীর বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় ০৫/১৬নং মামলা রুজু করা হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ কাঠ পাচার ও পরিবহন এবং অন্যান্য যে কোন ধরণের অবৈধ পণ্য সামগ্রী পাচার রোধে বিজিবি তৎপর আছে বলে জানান ৩১ বিজিবি জোন কমান্ডার লে. কর্ণেল মো. হাসান মোরশেদ চৌধুরী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন