নাইক্ষ্য্ংছড়িতে বিদ্যুৎ সংযোগ সহ ১২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

fec-image

বান্দরবানের নাইক্ষ্য্ংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ সহ ১২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে দো’ছড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে মতবিনিময় সভা শেষে সভার প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ এল এ প্রকল্প উদ্বোধন করেন  পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ সময় মন্ত্রী বলেন, বিদ্যুৎ দেব বছরখানেক আগে কথা দিয়েছিলাম, এনে দিয়েছি। সড়কের প্রয়োজন ছিলো সড়ক করে দিয়েছি। চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। শিক্ষার জন্যে হাইস্কুল সহ অনেক প্রতিষ্ঠান দিয়েছি। যা আমি আপনাদের দিলেও মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দিয়েছেন সব কিছু।

নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ’র
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তা, জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

মন্ত্রী ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাজের উদ্বোধন করেন এবং ভিত্তি প্রস্তর স্থাপন শেষে অসহায় মানুষের মাঝে কম্বল, ছাগল, ধান মাড়াই মেশিন ও গভীর নলকূপ সহ নানা সামগ্রী বিতরণ করেন।

এর আগে মন্ত্রী সকালে উপজেলা সদরে রেষ্টহাউজ চত্বরে মাস্ক ও এমব্রয়ডারি মেশিন বিতরণ করেন।
এছাড়া বিকেলে তিনি নাইক্ষ্যংছড়ি সদরের উপবন পযর্টন লেকে রেস্টরন্ট এর শুভ উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন