নানিয়ারচরে বাঙ্গালীদের ১৫ একর ফলজ বাগান ধবংসের প্রতিবাদে খাগড়াছড়িতে পিবিসিপি’র বিক্ষোভ সমাবেশ

10863535_790685534335299_528882096_n

সংবাদ বিজ্ঞপ্তি :
রাঙ্গামাটি জেলার নানিয়ারচর বগাছড়িতে উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালীদের ১৫ একর ফলজ ও বনজ বাগান ধ্বংসের প্রতিবাদে ও অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা।

বিক্ষোভ মিছিলটি জেলা শহরের চেঙ্গী স্কোয়ার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্ত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তারা তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের গভীর রাতে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ’র ইন্ধনে উপজাতীয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে বাঙ্গালী কৃষকদের ১৩ একর ফলজ বাগানে সৃজিত সাড়ে ৪লাখ আনারস এবং ২০ হাজার সেগুন চারা গান পাউডার দিয়ে ধবংস করে। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য উপজাতীয়রা নিজেদের জুম ঘরে আগুন দিয়ে মিডিয়া কাভারেজ দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এছাড়া গতকাল বুধবার ইউপিডিএফ’র সন্ত্রাসীরা জেলা শহরের চেঙ্গী স্কোয়ারে জামাই আদরে সড়ক অবরোধ করে পুলিশের উপর ইটপাটকেল ছুঁড়ে। তাদের কাছে এ জেলার মানুষতো নিরাপদ নয়, বরং যারা জনগণের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে রয়েছে তারাও আজ নিরাপত্তাহীনতায় ভূগছে। অথচ অদৃশ্য শক্তির কারণে স্থানীয় পুলিশ প্রশাসন তাদের কিছুই করছে না’।

বিক্ষোভ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম মাসুম রানা হুশিয়ারী দিয়ে বলেন, অবিলম্বে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর বগাছড়িতে উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালীদের ১৩ একর ফলজ ও বনজ বাগান ধ্বংসকারী ও জেলা শহরে চেঙ্গী স্কোয়ারে পুলিশের উপর হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

এছাড়া ক্ষতিগ্রস্ত বাঙ্গালী কৃষকদের যথোপযুক্ত ক্ষতিপূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় বাঙ্গালীদের সাথে নিয়ে গণআন্দোলনের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়সহ উপজাতীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে এবং দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। প্রশাসন যদি অবিলম্বে পাহাড়ী সন্ত্রাসীদের গ্রেফতার করতে অক্ষমতার পরিচয় দেয় তাহলে ইউপিডিএফকে দমন করতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কঠোর আন্দোলন যথেষ্ঠ বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি তাহেরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম মাসুম রানা, রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আফসার হোসেন, খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, সরকারি কলেজ শাখার সভাপতি জাহেদুল ইসলাম (জাহিদ), পানছড়ি উপজেলার সভাপতি এরশাদ আলী, মাটিরাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডালিম প্রমুখ নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন