নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমীর নিজামী, সম্পাদক আব্দুর রহমান

fec-image

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার ২০২২-২৫ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে।

মাওলানা আব্দুল খালেক নিজামী আমীর ও মাওলানা আব্দুর রহমান জিহাদীকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদে কমিটির অনুমোদন দেন দলের আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী ও ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে কাউন্সিল অধিবেশনে ৩৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়।

দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, নায়েবে আমীর মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ইব্রাহীম আজিজী , মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আমানুল হক আমান, মাওলানা ফরিদুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, সহ-অর্থ সম্পাদক মাওলানা জামাল হোছাইন ছিদ্দিকী, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম আফজল, দাওয়াহ সম্পাদক মাওলানা এজাজুল করিম শফি, সহ-দাওয়াহ সম্পাদক মাওলানা কারী রুহুল কাদের, দফতর সম্পাদক মাওলানা হাফেজ জয়নাল আবেদীন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম. আলী আকবর, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সালেম, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস সালাম কুতুবী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ আবু বকর ছিদ্দিক, যুব বিষয়ক সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, ছাত্র বিষয়ক সম্পাদক হাফেজ শওকত আলী, মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আবছার, নির্বাহী সদস্য মাওলানা কাজী মোহাম্মদ এরশাদুল্লাহ, মাওলানা গোলাম আকবর খান, মাওলানা মুহাম্মদ ইসহাক, মাওলানা ওসমান গণি, মাওলানা হাফেজ জাফর আলম, মাওলানা কারী সাইফুল্লাহ কাসেমী, মাওলানা আমিনুল হক, মাওলানা হুমায়ুন কবির, হাফেজ মুহাম্মদ ইব্রাহীম।

কাউন্সিল অধিবেশনে নেতৃবৃন্দ পার্টির যুগ্ম-মহাসচিব, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ কারাবন্দী মজলুম ওলামায়ে কেরামের অনতিবিলম্বে মুক্তি দাবি করেন। নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানান।

সম্প্রতি উত্তাল বঙ্গোপসাগরে জেলে নিখোঁজ ও নিহত হওয়ায় ঘটনায় সমবেদনা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ। নিহত জেলেদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও উদ্ধারকৃত জেলেদের ভারত থেকে দ্রুত ফেরত আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আব্দুর রহমান জিহাদী, আব্দুল খালেক নিজামী, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন