পানছড়িতে গ্রাম ভিত্তিক ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ সমাপ্ত

Ans

পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় গ্রাম ভিত্তিক ভিডিপি সদস্যদের অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো: আবদুল মজিদ।

পানছড়ি আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর’১৫ থেকে উপজেলার আইয়ুব নগর বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয় ভিডিপি সদস্যদের অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ। এতে ৩২জন পুরুষ ও ৩২ জন মহিলা অংশ নেয়।

পানছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুল আহসান চৌধুরী শিবলী প্রশিক্ষণের উদ্বোধন করেছিলেন। উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মো: নাছির ও ইউনিয়ন আনসার কমান্ডার হাবিলদার মো: সুবেদ আলী এতে ট্রেইনারের দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার বিকেলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সদনপত্র বিতরণের মাধ্যমে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের সুন্দর সমাপ্তি ঘটে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন