পানছড়িতে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেছে পুনাক

fec-image

‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-সম্পদ’ “এমন বিশ্ব গড়ি, প্রতিবন্ধীদের প্রতিভা বিকশিত করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পানছড়ির প্রতিবন্ধী ও তাদের অভিভাবকদের নিয়ে এক দৃষ্টিনন্দন আয়োজন সাজিয়েছিল পুনাক।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জসীম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মো. শাহজাহান।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) খাগড়াছড়ি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সহায়ক উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপার ও খাাগড়াছড়ি জেলা পুনাক সভানেত্রী মুক্তা ধর।

পুনাক সভানেত্রী মুক্তা ধর বলেন, মাননীয় প্রধানমস্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করার ফলে সমাজে তাদের সম্মান বেড়েছে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের যথাযথ পরিচর্যা করলে তারা সম্পদে পরিণত হবে। প্রতিবন্ধীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলানোসহ তাদের মৌলিক অধিকার আদায়ে অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সাদাছড়ি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান, মাটিরাঙ্গা সার্কেল সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ ছালেহ, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. শফিউল আজম, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা সমাজ সেবা অফিসার শামছুল আলম প্রমুখ। অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি পুলিশ সুপার মুক্তা ধর পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে সাইবার বুলিং, বাল্যবিবাহ ও ইভটিজিং সচেতনতামুলখ কর্মশালায় অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন