পানছড়িতে মদ্যপকে ভ্রাম্যমান আদালতের ছয় মাসের জেল

পানছড়ি প্রতিনিধি :

পানছড়িতে এক মদ্যপকে ছয় মাসের সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত মদ্যপ ৫নং উল্টাছড়ি ইউপির জিয়ানগর গ্রামের মো: মিজানুর রহমানের ছেলে মো: সোহাগ মিয়া (২৫)।

জানা যায়, অভিযুক্ত মদ্যপ সোমবার বিকাল আনুমানিক তিন’টার দিকে পানছড়ি বাজার এলাকায় প্রকাশ্য মদ পান করে মাতলামী অবস্থায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে আসছিল। খবর পেয়ে পানছড়ি থানার এস.আই আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মাতাল অবস্থায় অভিযুক্তকে আটক করে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দিক ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯ এর টেবিল ১০নং ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন। মামলা নং ২৬/১৫ তারিখ ২৬/১/২০১৫ইং।

পানছড়ি থানার এস.আই আরিফুর রহমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন