পানছড়িতে স্বাধীনতা দিবস উদযাপন

fec-image

পানছড়িতে নানান আয়োজনে মহান স্বাধীনতার ৫৩তম বার্ষিকী উদযাপিত হয়েছে।

রবিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টা এক মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবের নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও পানছড়ি থানার ওসি মো. হারুনুর রশিদের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।

পানছড়ি উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা এবং পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।

সকাল ১০টায় শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয় বিভিন্ন খেলাধুলা। সকাল ১১টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পানছড়ি, স্বাধীনতা দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন