পানছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

23-01-pic

উপজেলা সংবাদদাতা, পানছড়ি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় অর্ধ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। এ উপলক্ষে বুধবার সকাল থেকেই উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এলাকা ছিল সরগরম। বিকাল ৫টার দিকে দলীয় কার্যালয় এলাকায় নামে উৎসুক জনতার ভীড়। পানছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা প্রথমে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: জাহিদুল আলমের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগদান শুরু করেন।

পরবর্তীতে ইউপি সদস্যা রোজী মেম্বার, বিএনপি নেতা আবুল হাসেম, যুবদল সাধারণ সম্পাদক মো: শাহজাহান, যুবদল নেতা আমজাদ (বিটি), নুরুন্নবী, আমান উল্লা (কাশেম), আরব আলী, নবী হোসেন, কামাল হোসেন ও ছাত্রদল নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে পর্যায়ক্রমে সবাই ফুলের তোড়া তুলে দিয়ে যোগদান করেন। যোগদান পর্ব চলাকালে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে পুরো পানছড়ি বাজার এলাকা মুখরিত করে তোলে। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো: ইউসুফ (ডিলার), উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব ও সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের প্রমুখ। যোগদানকারীরা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে আজ আওয়ামী লীগের পতাকা তলে সবাই অঙ্গীকারবন্ধ হয়েছে।

অতিথিরা গত ৮/১/২০১৪ তারিখ অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা নব রঞ্জন ত্রিপুরার শ্রাদ্ধক্রিয়ায় বিদ্যা মোহন কার্বারী পাড়ায় পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যোগ দেন। তাছাড়া নির্বাচন পরবর্তী সহিংসতায় বিভিন্ন এলাকায় আহত, ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ব্যস্ততম দিন কাটান ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মো: জাহিদুল আলম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন