পাহাড়ে নারী দিবসে নারী পুরুষদের আলোচনা সভা

fec-image

প্রজন্ম হউক সমতার সকল নারীর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে নারীর ক্ষমতায়ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে যৌথ আয়োজনে এবং কারিতাস বেএনকেএস নারী উদ্যোক্তা ফোরামের সহযোগিতায় রবিবার(৮ মার্চ) সকাল ১১টায় থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী ইমরান হোসেনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভা সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ,প্রধান অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুমৈ প্রু মারমা ।

বিশেষ অতিথি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম(শহীদ),থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহন ত্রিপুরা, কৃষি ব্যাংক থানচি ব্যাবস্থাপক আসিফ হাসান, প্রায় ২শত এর অধিক নারী পুরুষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

মুল প্রবন্ধ পাঠ করেন থানচি কলেজের প্রভাষক নুরুল হাসেম। নারীদের এগিয়ে যাওয়ার বিষয়ে বক্তব্য রাখেন বেএনকেএস প্রকল্প সম্নয়কারী রাখেন দিপা জয়া দেওয়ান, সাংবাদিক শহীদুল ইসলাম,শিক্ষিকা লিজা রায় ত্রিপুরা। সভায় বিভিন্ন পাড়া গ্রামের শত শত নারী পুরুষ অংশগ্রহন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন পিঁছিয়ে নেই আজ নারীরা সবজায়গায় নারীদের বিচরণ আর নারীদের ছোট নই তারা পুরুষদের চাইতে কর্মকাণ্ডে এগিয়ে। তাই নারী পুরুষ সবাই মিলে নারীদের অধিকার বাস্তবায়নে কাজ করে যাব।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, নারী দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন