পুলিশি হামলার প্রতিবাদে রাঙামাটি চার সাংবাদিক সংগঠনের মানববন্ধন

journalist humain chain pic copy

রাঙামাটি প্রতিনিধি:

বাংলাদেশের বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলা নিউজের স্টাফ রির্পোটার ঈশান দিনার ও ক্যামেরাম্যান আব্দুল আলিমের উপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাঙামাটির চারটি সাংবাদিক সংগঠন।

রবিবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় মানববন্ধনে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মো. সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ারুল আল হক, সাবেক প্রেসক্লাব সভাপতি সুনীল কান্তি ,সহ-সভাপতি অলি আহমেদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বড়ুয়া, সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক ফজলুর রহমান রাজন এটি এন বাংলার প্রতিনিধি পুলক চক্রবর্তী, দৈনিক ইনকিলাব প্রতিনিধি সৈয়দ মাহবুব, সিএইচটি জার্নালের সম্পাদক শান্তিময় চাকমা এবং চ্যানেল আই রাঙামাটি প্রতিনিধি মনছুর আহমেদসহ রাঙামাটি প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর পুলিশ বাহিনী যে হামলা চালিয়েছে তা অত্যন্ত ন্যারক্কাজনক ঘটনা। এ হামলার প্রতিবাদে রাঙামাটির সাংবাদিকবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

বক্তারা আরও বলেন, পুলিশ বাহিনীর মধ্যে যে সদস্যরা বিশৃংঙ্খলা সৃষ্টি করে তাদের বহিস্কার করা উচিৎ। তেমনি আমাদেরও সাংবাদিকদের মধ্যে যারা সাংবাদিকতার নামে চাঁদাবাজি করে তাদেরও চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন