পুলিশের বাঁধায় রাঙামাটিতে জামায়াতের সমাবেশ পণ্ড

Jamayat-04.09.13

আলমগীর মানিক, রাঙামাটি:

সারাদেশে জামায়াত শিবিরের নেতাকর্মীদের উপর নির্মম অত্যাচার, হামলা মামলায় জুলুম নির্যাতন ও আগামী সংসদ নির্বাচন থেকে নেতৃবৃন্দকে দূরে সরানোর ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশ পুলিশী বাধাঁয় পন্ড হয়ে গেছে। বুধবার সন্ধ্যায় রাঙামাটি ইসলামিক সেন্টার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। রাঙামাটি পৌর জামায়াতে উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে আমির অধ্যাপক আব্দুল আলীম।

পৌর জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারি মনসুরুল হক, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোসলেম উদ্দিন, সেক্রেটারি নুর মোহাম্মদ। সমাবেশ পরিচালনা করেন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সেক্রেটারি মোহাম্মদ রহমত উল্লাহ। এদিকে জামায়াত নেতৃবৃন্দ দাবি করেন, সমাবেশ চলাকালীন সময়ে অর্তকিতভাবে পুলিশ এসে আমাদেরকে সমাবেশ করতে নিষেধ করে। আমরা সামান্য সময়ের মধ্যে সমাবেশ শেষ করার ব্যাপারে তাদেরকে আশ্বস্থ করলেও পুলিশের মারমুখী আচরনের কারণে আমাদের নেতাকর্মীরা সমাবেশস্থল ছেড়ে চলে যায়। জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি নুর মোহাম্মদ দাবি করেন, সুন্দরভাবে সামান্যতম সময়ের মধ্যে আমরা সমাবেশ শেষ করার ব্যাপারে পুলিশ ভাইদেরকে আশ্বস্থ করলেও তারা আমাদেরকে সমাবেশ করতে দেয়নি। এটি কোনো ধরনের গণতান্ত্রিক আচরণ নয় উল্লেখ করে আমরা কোনো ঝামেলায় যেতে চাইনা কিন্তু তারপরও আমাদের সাথে এরকম আচরন করা হচ্ছে।

এদিকে সমাবেশে দায়িত্বরত কোতয়ালী থানার অফিসার এসআই কামরুল জানান, কোনো রকম অনুমতি ছাড়াই সমাবেশ করায় উপর মহলের নির্দেশে জামায়াত নেতৃবৃন্দকে বুঝিয়ে সরে যেতে বলা হয়েছে অন্যকিছু নয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন