পেকুয়ায় বজ্রপাতে নিহত ২

fec-image

বজ্রপাতে নিহত
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় বজ্রপাতে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ধরিয়াখালী এলাকায় এ ঘটানাটি ঘটেছে।

নিহত যুবকের নাম মোঃ আবুল কাসেম(২৭)। সে পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী মাতবর পাড়া গ্রামের মৃত আবু তাহেরের পুত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, আবুল কাসেম মগনামা ধরিয়াখালীতে মৎস্য প্রজেক্ট করছিলেন। ওই সময় মৎস্য ঘেরের টং ঘরে বৃষ্টির মধ্যে ঘুমিয়ে পড়েন। এসময় প্রচণ্ড বজ্রপাতের আঘাতে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারান। শুক্রবার এশারের নামাজের পর মাতবর পাড়া কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক।

অপরদিকে রাজাখালী ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার বদিউল আলমের পুত্র মো. আশেক (১৪) লবন মাঠ থেকে বাড়ি ফেরার পথে পালাকাটা এলাকায় বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়।মো. আশেক তার পিতার লবন মাঠ থেকে পলিথিন তুলতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হয়। পরে স্থানীয়রা তাহাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

শুক্রবার মাগরিবের নামাজের পর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পেকুয়া সদর ইউপি সদস্য গোলাম ছোবহান ও রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল এর সত্যতা নিশ্চিত করেছেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকতা মো. মারুফুর রশিদ খান জানিয়েছেন, নিহতদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। আগামী ২/১ দিনের মধ্যে সরকারি তরফ থেকে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন