পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশন পরিদর্শনে জাপানি টিম

pic pekua g m c 2

হিরোশিমা স্কালারশিপ ফান্ড হতে ২০ গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি
এম.জুবাইদ,পেকুয়া:
জাপান হিরোশিমা থেকে একদল শিক্ষার্থী পেকুয়া উপজেলা প্রাচীনতম বিদ্যাপীঠ পেকুয়া জি এম সি ইনষ্ঠিটিউশন পরিদর্শন করছেন। গত ১২ মার্চ সকাল ১১ টায় পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশনের প্রাক্তন ছাত্র ও পেকুয়া জমিদারবাড়ীর মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরীর পুত্র জাপান নিবাসী সাইফুল ইসলামের তত্বাবধায়নে হিরোশিমা হাই স্কুলের শিক্ষক রাহায়তুন, শিক্ষার্থী নিশিকা, কুপাশিয়া, মিনহা, সাকামুটু সহ বেশ কয়েকজন শিক্ষার্থী পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশন পরির্দশনে এলে স্কুলের ছাত্রছাত্রীরা জাপানী অতিথিদের কে ফুলের পাপড়ি দিয়ে বরণ করেন। পরে স্কুল হলরুমে স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক চৌধূরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা মারুফার উপস্থাপনায় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়। অনুষ্টানে শেষে স্কলারশিপ ফান্ড হিরোশিমার পক্ষ থেকে পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশনের গরীব মেধাবী ২০ জন শিক্ষার্থী কে ৫ হাজার টাকা করে এক লক্ষ টাকা বৃত্তি প্রদান করেন। পরে জাপানী অতিথিরা বক্তব্য রাখেন। এসময় অতিথিরা বলেছেন এ স্কুলে এসে স্কুলের পরিবেশ ও ছাত্রছাত্রীদের শৃ্খংলা দেখে আমাদের খুবই আনন্দ লাগছে। আমরা ভবিষ্যতে ও এ স্কুলের মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে যাব। এসময় উপস্থিত ছিলেন আবু মোরশেদ চৌং, মো: কিছমিত চৌং, আপেল চৌং, স্কুলের সহকারী শিক্ষক জহির উদ্দিন, আশরাফ উদ্দিন সাগর, নুর মোহাম্মদ, গফুর আলম সহ স্কুলের ছাত্রছাত্রীরা।  

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন