পেকুয়া মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠান

 pakua pic prize bitaron 13-05-14

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া :

পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি অভিভাবকদের যতœ নিতে হবে। যে ছাত্রের অভিভাবক যত বেশী সচেতন সে ছাত্র লেখাপড়ায় তত বেশী অগ্রগামী। তিনি আরো বলেন, উপজেলায় যে সমস্ত শিক্ষিত লোক সার্টিফিকেটধারী হয়েও ডাকাত, চোরদের আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে সে সব শিক্ষিত সনদধারী লোক জাতির কোনদিন মঙ্গল বয়ে আনবে না। সে ধরনের শিক্ষিত লোক আপনারা গড়ে তুলবেন না।

মঙ্গলবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মনজু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, উপজেলা শিক্ষা অফিসার তপন কান্তি চৌধুরী, পেকুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বিএসসি, বিদ্যালয় পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাক্তার জে,এম শাহাব উদ্দিন, সদস্য ডাক্তার বেলাল উদ্দিন প্রমুখ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ নেজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ শহিদুল্লাহ কাইছার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবকদের মধ্যে নাসিমা আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ছৈয়দ আলম, মাস্টার শামশুল আলম, বিদ্যালয়ের উপাধ্যক্ষ শারমিন আক্তার, সিনিয়র শিক্ষক জাবের আহমদ, সোলতান আহমদ, দুলালী রানী সুশীল, রেজাউল করিম, মোহাম্মদ আলম, সানজিদা মোস্তফা রুনা, হোছাইনা আক্তার, সৌরভী বিশ্বাস প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন