সোনাদিয়া দ্বীপে এই প্রথমবার  বিশ্ব পর্যটন দিবস পালন: প্রচুর পর্যটক সমাগমের সম্ভাবনা

14502754_1184945231562576_8636775151679903903_n-copy

মহেশখালী প্রতিনিধি:

প্রথম বারের মত কক্সবাজারের মহেশখালীর উপ-দ্বীপ হিসাবে খ্যাত কুতুবজুমের সোনাদিয়া দ্বীপে টুয়াক’র আয়োজনে বিশ্ব পর্যটন দিবসের ‌র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় সোনাদিয়ার বিশাল বালিয়াডিতে পর্যটন টুরিষ্ট গাইডদের সংগঠন টুয়াকের কর্মকর্তা কর্মচারীদের সম্বনয়ে র‌্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুতুবজুমের ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন, বিশেষ অতিথি ছিলেন ঘটিভাঙ্গার এমইউপি নুরুল আমিন খোকা সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দরা।

দুপুর ১২টায় সোনাদিয়ার পূর্বপাড়ায় অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের প্রবাল একটি দ্বীপ সোনাদিয়া, এখানে পর্যটন খাতে ব্যাপক উন্নয়নের চাহিদা সম্মৃদ্ধ। এখানে ইকোটুরিজম গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। টুয়াকের সার্বিক সহযোগিতা থাকলে সোনাদিয়া বিশ্বের দরবারে দ্রুত পরিচিত লাভ করবে।

এদিকে প্রথম বারের মত সোনাদিয়া বালিয়াড়িতে পর্যটন দিবস পালিত হওয়ায় পর্যটকের সমাগম হবে বলে স্থানীয়দের ধারনা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন