রাজস্থলী উপজাতীয় উচ্চ বিদ্যালয়ের জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা

‘প্রধানমন্ত্রী বাবার লালিত স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে’

fec-image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বিধায় আজ দেশের মানুষ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হচ্ছে দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালবাসা। বর্তমান সরকার ক্ষমতায় আছে বলে দেশ যেমন এগিয়ে যাচ্ছে। তেমনি পার্বত্য অঞ্চলে আনাচে কানাচে উন্নয়নের জোয়ারে ভাসছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যার সুপ্রদীপ চাকমা।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাবার লালিত স্বপ্ন বাস্তবায়নের নিরলসভাবে কাজ করছে। তারে ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের জীবন মান উন্নয়নে দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা প্রসারে ব্যাপক ভুমিকা রেখে চলেছে।

রবিবার (১৭ মার্চ) দুপুরে রাজস্থলী উপজেলা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৪ কেক কেটে জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজস্থলী সফরকালে প্রথমে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সহধর্মিণী নন্দীতা চাকমা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষার চাকমা, সহকারী প্রকৌশলী ত্রয়া দাশ, ইউপি চেয়ারম্যান, চেয়ারম্যান আদোমং মারমা, বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমান, রাজস্থলী উপজাতীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিময় চাকমা,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, ইউপি সদস্য ক্যাচিহ্লা মারমা, কামাল হোসেন প্রমুখ।

উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা উপজাতীয় উচ্চ বিদ্যালয়ে এসে বিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে দুপুরে উন্নত মানের খাবার পরিবেশনা পরিদর্শন করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন