বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে সিনেমা, অভিনয় করবেন যাঁরা

fec-image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘মাইক’। এটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল (বিপুল)। সোমবার (১৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে সিনেমাটির শিল্পী-কুশলীরা চুক্তিবদ্ধ হয়েছেন।

সরকারি অনুদানপ্রাপ্ত শিশুতোষ এই সিনেমায় অভিনয় করবেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, নাদের চৌধুরী, জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী তানভিন সুইটি প্রমুখ। ভালোবাসা দিবসে তারা সবাই একসঙ্গে সিনেমাটিতে যুক্ত হয়েছেন।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, “একসময় দেশে তৈরি সিনেমা বিদেশে আলোড়ন সৃষ্টি করতো। এখন এ ধরণের সিনেমা আমাদের মাঝে নেই। চলচ্চিত্রের মান অনেকাংশে কমে যাচ্ছে। দর্শকরা হারিয়ে গেছে না-কি, সিনেমার মান কমে গেছে, বিষয়টি চিন্তার। মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি করে ‘মাইক’ চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে। আশা করি এটি দর্শকের মনে দাগ কাটবে।”

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন