বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী

fec-image

মঙ্গলবার (২১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ সংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন। পরে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিলেট সার্কিট হাউসে যান, সেখানে তার বিভাগীয় ও জেলা প্রশাসন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার্তদের সরিয়ে নিতে এবং অসহায় মানুষকে সাহায্যের জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে কর্তৃপক্ষ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানায়, একই সঙ্গে নৌবাহিনী ও বিমানবাহিনীর ইউনিটগুলোকে ডাকা হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ১৫ থেকে ১৮ জুন বন্যাকবলিত জেলাগুলোর জেলা প্রশাসকদের তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে নগদ ২ কোটি ২ দশমিক ২৫ লাখ টাকা, ৪০০ মেট্রিক টন চাল এবং ৪১ হাজার প্যাকেট শুকনা ও অন্যান্য খাবার বরাদ্দ করেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পরিদর্শন, প্রধানমন্ত্রী, বন্যা পরিস্থিতি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন