‘বর্তমানে নাইক্ষ্যংছড়ির প্রধান সমস্যা পানি’

fec-image

নাইক্ষ্যংছড়িতে পার্বত্য চট্রগ্রাম এলাকায় টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনায় মাস্টারপ্লান প্রণয়ণের লক্ষ্যে সমীক্ষা পরিচালনা সংক্রান্ত অবহিতকরণ সভায় বক্তারা বলেছেন নাইক্ষ্যংছড়ির প্রধান সমস্যা হলো পানি । এ সমস্যা সমাধানে সঠিক পরিকল্পনা দরকার। চেষ্টা দরকার। এ ছাড়া পাহাড় রক্ষা করতে হবে। যত্নশীল হতে হবে পাহাড়ের সম্পদের।

রবিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো শফিউল্লাহ।

সভায় তিনি বলেন, এ উপজেলার প্রধান সমস্যা পানীয়জল তথা পানি। উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে ৩ টিতে এখন হাহাকার চলছে। পানি আর পানি সর্বত্র সবার মূখে মূখে। উপজেলার সদর ইউনিয়ন, সোনাইছড়ি ও দূ’ছড়িতে পানি নিয়ে দূর্ভোগের সীমা নেই। এ জন্যে দরকার সঠিক পরিকল্পনা। ব্যবস্থাপনা। দীর্ঘ দিন এ অবস্থা চলে আসলেও সমাধান হচ্ছে না।

তিনি আরো বলেন, বছরে এমন সময় আসে যখন পানির উৎস গুলো শুকিয়ে যায়। পানি নিয়ে চলে অশান্তি আর হাহাকার। এ কারনে দরকার পাহাড় বা পাহাড়ি সম্পদ রক্ষা করা। পাহাড়ে বৃক্ষ চারা রোপন করতে হবে বেশী বেশী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জন্যে দেশের সকল নাগরিককে অন্তত ১টি করে গাছের চারা লাগাতে বলেছেন এ সব কারণে। তিনি এ সময় ফলদ বৃক্ষ রোপনের উপরও জোর দেন।
সভার আয়োজন করেন,নাইক্ষ্যংছড়িস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। তারা টেকসই সামাজিক সেবা প্রকল্পের আওতায় অবহিতকরণ সভা ছাড়াও এ প্রকল্পের আওতায় সমন্বয় কমিটির সভাও অনুষ্টিত হয়।
এ সভায় উপজেলার বিভাগীয় প্রধানগন, সংগঠকরা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তত্বাবধান করেন, উপজেলা প্রকল্প ব্যবস্থাপক এয়াছিনুল হক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজেলা নির্বাহী অফিসার, নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন