বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় জরুরী অবস্থা

ম্যালেরিয়া

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় ম্যালেরিয়ার উপদ্রব বৃদ্ধি পাওয়া স্বাস্থ্য বিভাগ জরুরী অবস্থা হিসেবে গ্রহণ করেছে। এ অবস্থায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণে পর্যাপ্ত ওষুধ সরবরাহের পাশাপাশি তিন পার্বত্য জেলায় সাড়ে সাত লাখ কীটনাশকযুক্ত মশারি দেয়ার উদ্যেগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার বান্দরবান জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত ম্যালেরিয়া নিয়ন্ত্রণে জরুরি সভায় এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ বেনজীর আহম্মদ।

সিভিল সার্জন ডাঃ মংতেঝ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবসার, সেনা বাহিনীর সেভেল ফিল্ড এম্বুলেন্সের চিকিৎসক মেজর আরিফ রেজা, ব্রাকের বিভাগীয় কর্মকর্তা দীলিপ কুমার সাহাসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ বেনজীর আহম্মদ বলেন,ম্যালেরিয়া নিয়ন্ত্রনে প্রথম পর্যায়ে বান্দরবান ও রাঙ্গামাটিতে দুই লক্ষ ৫৭ হাজার কিটনাশকযুক্ত মশারি দেয়া হবে। পরিচালক জেলার স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকদের মাঠ পর্যায়ে চিকিৎসা সেবা বাড়ানোর পাশাপাশি ম্যালেরিয়া নিয়ন্ত্রনে গুরুত্বের সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন।

সিভিল সার্জন মং তে ঝ বলেন, সম্প্রতি মিয়ানমার সীমান্ত ও ভারতের ত্রিপুরা রাজ্যে ম্যালেরিয়া বেড়ে যাওয়ায় তা সীমান্তবর্তী বান্দরবানেও ছড়িয়ে পড়েছে। এছাড়া পার্বত্য এলাকায় সরকারী কীটনাশকযুক্ত মশারী ব্র্যাকের তত্বাবধানে সাধারণ জনগনকে দেয়া মশারিগুলোর গুণগতমান হ্রাস পাওয়ায় কার্যকারিতা হারিয়ে ফেলেছে।
প্রসঙ্গত, স্বাস্থ্য বিভাগের হিসাব মতে গত সাত মাসে তিন পার্বত্য জেলায় ম্যালরিয়ায় আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৪৬৪ জন। শুধু বান্দরবানেই মৃত্যু হয়েছে ১২ জনের।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন