রামুর ঈদগড়ে ডাকাত প্রতিরোধে হরতাল, মিছিল ও বিক্ষোভ সমাবেশ

Image-Eidgor

রামু প্রতিনিধি:

কক্সবাজার রামু উপজেলা দূর্গম পাহাড়ি জনপদ ঈদগড়ের সর্বস্তরের জনসাধারণ দীর্ঘদিন ধরে ডাকাতের অত্যাচার ও নির্যাতনের পর এবার ক্ষুব্ধ হয়ে হরতাল, মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার (১৮ আগষ্ট) ঈদগড়ে বাজারে সর্বস্তরের মানুষ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমস্ত দোকান বন্ধ করে অর্ধদিবস হরতাল পালনসহ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ নেয়।

উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল হক রেজা। সাংবাদকর্মী ইব্রাহিম খলিলের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঈদগড় বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি দিদারুল ইসলাম কাজল, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হেফাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ডাঃ আয়ুব তাহের, ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হুদা, ইউনিয়ন যুবলীগ সভাপতি মনিরুল ইসলাম মনির, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ ইব্রাহিম বাবুল, বাংলাদেশ জামায়াত ইসলামী ঈদগড় ইউনিয়ন সভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম, ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের সভাপতি এম.কামাল উদ্দিন শিশির প্রমুখ। সভায় বক্তারা দ্রুত ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন