বান্দরবানে আলোক চিত্র প্রদর্শন প্রতিযোগিতা

Bandarban pic-1.8.20136
জমির উদ্দিন:

বান্দরবানে পাহাড়ের বিচিত্র রুপ নিয়ে বান্দরবানে আলোক চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বান্দরবান বাজারস্থ বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জেলা তথ্য অফিসের উদ্যোগে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শণীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক এসএম নাজিম উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে জেলা তথ্য অফিসার কৃপাময় চাকমা, জেলা যুব উন্নয়ন পরিচালক সাইফুল ইসলাম এবং সাংবাদিক একেএম জাহাঙ্গীরসহ শিক্ষক, সাংবাদিক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেছেন, প্রতিযোগীতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়তা করে। প্রতিযোগীতায় অংশ গ্রহণের চেষ্ঠা থাকতে হবে, তাহলেই বিজয়ী হওয়া সম্ভব হবে। আজকের চিত্র প্রদর্শীতে পাহাড়ের বিচিত্র সকল রুপ ফুটে উঠেছে।

জানাগেছে, আলোকচিত্র প্রদর্শনীতে পাহাড়ী বান্দরবানের বিভিন্ন ধরণের শতাধিক ছবি স্থান পায়। তারমধ্যে সেরা ২০টি ছবি বাছাই করে পুরস্কার দেয়া হয়েছে। এদিকে সকালে আলোকচিত্র প্রদর্শণী দেখতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভীড় জমায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন