বান্দরবানে কৃষিজাত পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ

Bandarban dc pic-14.6
স্টাফ রিপোর্টার:
বান্দরবানে কৃষিজাত পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের BPC সেল, BAPA ও ঢাকা চেম্বার্স এর সমন্বয়ে আদা ও হলুদ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপত্বি বাণিজ্য মন্ত্রণালয় উপসচিব মো. হাফিজুর রহমান, কৃষি বিভাগের উপ-পরিচালক আলতাফ হোসেন, স্কায়ার এন্ড টয়লেট্রিজের সহকারী জেনারেল ম্যানাজার খুশিদ আলম ফরহাদসহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও আদা ও হলুদ চাষীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, বান্দরবানের মাটি ও আবহাওয়া সবধরনের কৃষি পণ্য উৎপাদনের উপযোগী। এখানকার কৃষকরা পণ্য বিক্রয়ের নিশ্চয়তা ও ঋণ সুবিধা এবং কৃষি বিভাগ থেকে সহযোগিতা পেলে তারা উৎপাদন আরো বৃদ্ধি করতে পারবে। বান্দরবানে কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নেয়ার কথাও জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন