বান্দরবানে বন্য হাতির আক্রমনে নিহত ১

fec-image

বান্দরবানে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) জেলা শহরের সুয়ালক ইউনিয়নের ২নং ওয়ার্ডের উমব্রু পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুর রহমান। তার বাবার নাম মোঃ কালু মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (২ অক্টোবর) বিকালে আব্দুর রহমানসহ কয়েকজন শ্রমিক কাইছতলী ইউনিয়নের উমব্রু পাড়া এলাকায় বাঁশ কাটতে গেলে হঠাৎ করে একঝাঁক বন্য হাতির পালের সামনে পড়ে। এ সময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যায় তিনি। পরে অন্যান্য শ্রমিকরা আব্দুর রহমানের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিলে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে।

কাইচতলী ২নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন বলেন, আব্দুর রহমান তুলাতলীর ভিতরে উমব্রু পাড়া এলাকায় বাঁশ কাটতে যায়। বিকালে তাকে বন্য হাতি আক্রমন করলে ঘটনাস্থলে সে মারা যায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, হাতির আক্রমনে একজন নিহত হয়েছে। তার লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতের মর্গে পাঠানো হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বন্য হাতি, সদর হাসপাতাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন