বান্দরবানে রমজানকে ঘিরে সবজি দ্বিগুণদরে বিক্রি: কাঁচা মরিচের ঝাল বেড়েই চলছে

images সস

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান :

রমজান মাসকে কেন্দ্র করে বান্দরবানে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী দ্বিগুণ দরে সবজি বিক্রি করছে। রমজান মাসে ইফতার সামগ্রীর নিত্য উপাদান হিসেবে টমেটো, কাঁচা মরিচ, বেগুন, ধনেপাতা, শসা, আলুসহ বিভিন্ন সবজির চাহিদা বেশী থাকে। আর এ বাড়তি চাহিদাকে কেন্দ্র করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর গড়ে তুলেছে সিন্ডিকেট। এই সিন্ডিকেট বাজারে সবজির কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে। ফলে রমজান এলে বেড়ে যায় সব সবজির দাম। ভোক্তাদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রনের জন্য প্রশাসনের কোন উদ্যোগ গ্রহণ করেনি।

সরজমিনে দেখাযায়, রমজানকে কেন্দ্র করে বাজারে প্রথম দিনে বিভিন্ন জাতের সবজি কয়েকগুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে। ৪০টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০-১১০টাকায়। ৪০ টাকার টমেটো ১৬০টাকায় বিক্রি হচ্ছে। আর ২০টাকার দেশী আলু বিক্রি হচ্ছে ৩৫টাকায়। এছাড়া ৩৫ টাকার পিয়াজ ৪৮ টাকায়, ২০ টাকার কাকরুল ৩৫ টাকায়। একাদিক কৃষকরা জানিয়েছেন সবজির ভরা মৌসুমে কৃষকদের থেকে কম মূল্য কিনে সিন্ডিকেট ব্যাবসায়ীরা চড়াদামে বিক্রি করছে।

ভোক্তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসন নিশ্চুপ থাকায় সবজির ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তিন চারগুন দাম বৃদ্ধি করে বিক্রি করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন