বান্দরবানে হারানো দুটি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর

fec-image

দীর্ঘ দিন প্রচেষ্টার পর হারানো দুটি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) বান্দরবান।

বৃহস্পতিবার (২ মার্চ) ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মেঘলা বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহাম্মদ খান মালিকের কাছে এই মোবাইল ফোন দুটি হস্তান্তর করেন।

এপিবিএন সূত্র জানায়, বিগত ২০২১ সালে চট্টগ্রাম বায়জিদ বোস্তামি এলাকার বাসিন্দা মোহাম্মদ ইমরান আলী রুবেল তাহার ব্যবহৃত VIVO Y20 এবং Realme C15 মডেলের মোবাইল ফোনটি হারিয়ে ফেলে। এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। অপর দিকে ২০২২ সালে গাজীপুর জেলার কালিয়াকৈয় এলাকার বাসিন্দা মো. আ. হাকিম মিয়া তার ব্যবহৃত VIVO Y20 এবং Realme C15 মোবাইল ফোনটি হারিয়ে ফেলে। এঘটনায় তিনিও থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

থানায় দায়ের করা সাধারণ ডায়েরির প্রেক্ষিতে এপিবিএন হেডকোয়ার্টারের এলআইসি শাখার সহায়তা এপিসাইবার এনালাইসিস টিম অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, মোবাইল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন