বিশ্বের সবচেয়ে খাটো মানুষ আফসিন ইসমায়েল

fec-image

ইরানের আফসিন ইসমায়েল বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন। ২০ বছর বয়সী এই যুবকের উচ্চতা মাত্র দুই ফুট অর্থাৎ ১.৬ ইঞ্চি। পূর্বের রেকর্ডধারী কলম্বিয়ার এডওয়ার্ড নিনো হার্নান্দেজের চেয়ে প্রায় ৭ সেন্টিমিটার খাটো।

আফসিনের সঠিক উচ্চতা পেতে গিনেস ওয়ার্ল্ড রেকডর্সের কর্মকর্তারা ২৪ ঘণ্টায় তিনবার মাপেন। উচ্চতা ও দুর্বলতার কারণে ভারী স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করতেও সমস্যা হয় তার। জন্মের সময় ইসমায়েলের ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম, এখন তার ওজন প্রায় ৬.৫ কেজি। উচ্চতার কারণে সমবয়সীদের থেকে সম্পূর্ণ আলাদা। শারীরিক সমস্যার কারণে স্কুলেও যেতে পারেননি।

আফসিন ইসমায়েল বাবা ইসমাইল গাদেরজাদেহ বলেন, ‌‘চিকিৎসা ও আমার সন্তানের শারীরিক দুর্বলতা পড়শোনা বন্ধের অন্যতম কারণ। তবে কোনও মানসিক সমস্যা নেই।’

সূত্র: টাইমসনাউ

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন