ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে: যতিন্দ্র লাল ত্রিপুরা

Rangamati pic-1 copyস্টাফ রিপোর্টার:

যতদ্রুত সম্ভব ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন ও অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতিন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, প্রতি দুই মাস অন্তর টাস্কফোর্সের নিয়মিত বৈঠক প্রত্যাগত শরনার্থীদের মামলা প্রত্যাহার, ঋণ মওকুফসহ ভূমি বিরোধ নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাছাড়া সন্তু লারমার সাথে শরণার্থী পুনর্বাসন বিষয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি সার্কিট হাউজে অনুষ্ঠিত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের বৈঠক শেষে টাস্কফোর্স চেয়ারম্যান যতিন্দ্র লাল ত্রিপুরা স্থানীয় সাংবাদিকদের এসব কথা জানান।

যতিন্দ্র লাল ত্রিপুরা আরও বলেন, পার্বত্যাঞ্চলে ভূমি বিরোধ সংক্রান্ত কিছু কাজ বাকী রয়েছে। যেমন-শরণার্থীদের পুনর্বাসন জায়গা জটিলতা রয়েছে। প্রথাগত শরণার্থীরা তাদের নিজস্ব জায়গায় যেতে পারছে না। কারণ তাদের জায়গা দখল হয়ে গেছে। তাদের জায়গা দখলমুক্ত করা ভূমি কমিশনের কাজ। ভূমি জটিলতা ও আইন সংশোধন হয়ে গেলে কমিশনের কাজ সচল হবে।

এ বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন, টাস্কফোর্স বৈঠকে আন্তরিকতার সাথে সব বিষয়ে আলোচনা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতিন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে টাস্কফোর্সের সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন, বান্দরবান জেলা প্রশাসক মো. মিজানুর হক চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক ওয়াহীদুল জামান, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান চাইথুই অং মারমাসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন