ধর্ষণের পর বিবস্ত্র করে কুকি সম্প্রদায়ের দুই তরুণীকে রাস্তায় ঘোরানোর ছবি ভাইরাল

fec-image

ভারতের মণিপুর রাজ্যে ধর্ষণের পর ক্যামেরার সামনে নগ্ন করে ঘোরানো হয়েছে কুকি সম্প্রদায়ের দুই তরুণীকে। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ঘটনায় ভারতজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের বিচারের দাবিও উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, দুই মণিপুরি তরুণীকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর পর একটি মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। পরে একদল জনতা তাদের ওপর সংঘবদ্ধ যৌন নিপীড়ন চালায়। এই ভিডিওটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় লোকজনের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার মণিপুর পুলিশ ২৬ সেকেন্ডের ফুটেজ দেখে প্রাথমিক সন্দেহভাজনদের একজনকে আটক করেছে। থৌবাল জেলা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় কর্মকর্তাদের মতে, আটককৃত ব্যক্তিকেই ঘটনার মূল পরিকল্পনাকারী বলে ধারণা করা হচ্ছে।

ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠন আইটিএলএফ-এর দাবি, কাঙপখি জেলার এই ঘটনা দুমাস আগের। কিন্তু, ভিডিওতে অপরাধীদের মুখ স্পষ্ট দেখা গেলেও পুলিশ দু’মাসের মধ্যে কোনো ব্যবস্থা নেয়নি। তাদের আরও অভিযোগ, ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রশাসন এ মেইতেই সম্প্রদায়ের লোক বেশি বলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কারণ, এই ঘটনায় খলনায়ক ছিল মেইতেই সম্প্রদায়ের মানুষ। মণিপুরে গণধর্ষণের সংখ্যা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন সংগঠন। তার মধ্যে আজ থেকে শুরু হওয়া সংসদের বাদল অধিবেশন উত্তাল হয়েছে মণিপুর নিয়ে। সাংসদরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে উত্তাল হন। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি সাংসদদের আশ্বাস দেন যে বাদল অধিবেশনে মণিপুর নিয়ে আলোচনা হবে। ১১ আগস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলবে। ১৭টি সভা বসবে এই অধিবেশনে। ৩১টি বিল পাস হওয়ার কথা।

ভিডিওটি প্রকাশের পর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জনসাধারণকে আশ্বস্ত করে বলেছেন, জঘন্য এই ঘটনার সাথে জড়িত সব অপরাধীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের চিন্তাভাবনাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার জন্য তাৎক্ষণিকভাবে পুলিশের একাধিক তদন্ত দল গঠন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন