মহেশখালি শিল্প নগরীতে পরিণত হবে…এ এম এ মুহিত

01

নিজস্ব প্রতিনিধি:
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে মহেশখালি একটি শিল্প নগরীতে পরিণত হচ্ছে। আর এই তাপ বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তারা সকলেই ক্ষতিপুরণের টাকা পাবেন। এছাড়া কিছু দিনের মধ্যেই পুর্নবাসন কাজ শুরু হবে।

তিনি আরো বলেন এই মেগা প্রকল্পের কারণে শুধু মাতারবাড়ি নয় পরিবর্তন আসবে জেলার প্রতিটি উপজেলায়। ইতিমধ্যেই জেলার কয়েকটি উপজেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

বুধবার বিকালে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি অধিগ্রহণকৃত জমির মালিকদের এক কোটি টাকার চেক প্রদান করেন।

সূধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধান মন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দিপু এমপি, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার হোসেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খন্দাকর মাকসুদুল হাসান, জাইকার প্রতিনিধি (বাংলাদেশ প্রধান) মিষ্টার মিকিও হাটিডা, জেলা প্রশাসক মো: আলী হোসেন, কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌসসহ উপজেলা ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহেশখালি শিল্প নগরীতে পরিণত হবে...এ এম এ মুহিত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন