মাটিরাঙ্গায় নতুন মলাটের বই হাতে ক্ষুদে শিক্ষার্থীদের উল্লাস

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাটিরাঙ্গার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসাসমূহে ‘বই উৎসব’ উদযাপন হয়েছে। নতুন বছরের শুরুতেই নতুন বই হাতে নিয়ে নতুন শিক্ষা বছর শুরু করছে শিক্ষার্থীরা। ক্ষুদে শিক্ষার্থীরা বই উৎসবে আনন্দ-উল্লাসে মাতোয়ারা।

মঙ্গলবার(১ ডিসেম্বর) সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দিয়ে মাটিরাঙ্গায় বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাটিরঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ও বই উৎসব আনুষ্ঠানের সভাপতি মাটিরাঙ্গা পৌর মেয়র মো. শামছুল হক।

এসময় মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সমাবেশ চাকমা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কমল জ্যোতি চাকমা ও মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর পরপরই কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদযাপন করেন। এসময় মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মো. মাজহারুল ইসলাম ভুইয়া, বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন খোন্দকার, প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১৯ শিক্ষাবর্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ১‘শ ২২টি সরকাররি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৯৭ হাজার ৫‘শ ৫৫টি নতুন মলাটের নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন