মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ

fec-image

করোনার প্রাদুর্ভাবে খাগড়াছড়ি মাটিরাঙ্গায় কর্মহীন, দু:স্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেন।

রোববার (২৪ মে) দুপুরের দিকে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবুল বণিক, মাটিরাঙ্গা উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ব্রজলাল দে, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, মাটিরাঙ্গা কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক স্বপন কান্তি পাল, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক’র সভাপতি জগদীস পাল ও মাটিরাঙ্গা মাটিরাঙ্গা উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের দপ্তর সম্পাদক মনি কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা প্রাণঘাতি মহামারি করোনায় কর্মহীন, ঘরবন্দী প্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাল তুলে দেয়ার মধ্য দিয়ে পারস্পারিক সম্পর্ক গড়ে তুলে একে অপরের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। এ মহামরীতে কেউ যেন অভুক্ত না থাকে সে চেষ্টা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সনাতন সমাজ কল্যাণ পরিষদ ও সনাতন ছাত্র-যুব পরিষদের সহায়তায় আড়াইশ পরিবারের মাঝে এ খাদ্য উপহার (ত্রাণ) তুলে দেওয়ার কথা জানান নেতৃবৃন্দ।

সেই সাথে করোনায় সাধারণ মানুষের কষ্টে সব সময় সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাহায্যের হাত প্রসারিত থাকবে বলে জানান সংগঠনের নেতারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, মাটিরাঙ্গা, সনাতন ধর্মাবলম্বী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন