মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক বিতরণ

fec-image

মুজিববর্ষকে সামনে রেখে শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুলের পোশাক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন।

উপজেলার আলুটিলা পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লাল-সবুজ পোশাক বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, সরকার সারাদেশে শতভাগ শিক্ষা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা পিছিয়ে পড়া জনগোষ্ঠির এসব শিক্ষার্থীকে স্কুলমুখী করতে পোশাক বিতরণের যে উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রশংসনীয়। তিনি অন্যদেরও তাকে অনুসরণের আহ্বান জানান।

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার সভাপতিত্বে পোশাক বিতরণী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা ইনস্ট্রাক্টর মো. আসগর হোসেন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সমাবেশ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি হৃদয় মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস শাহিন আকতারের হাতে বিদ্যালয়ের কাব দলের ২৪ কাব সদস্যের জন্য কাব পোশাক তুলে দেন।

একই সময়ে তপ্ত মাষ্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন শেষে বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন বিভীষণ কান্তি দাশ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রাথমিক শিক্ষা, মাটিরাঙ্গা, মুজিববর্ষ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন