মাটিরাঙ্গায় বড় পর্দায় এশিয়া কাপ

asia_cup

সিনিয়র রিপোর্টার :

জয়ের জন্য নতুন এক স্বপ্ন নিয়ে আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতের মোকাবেলায় নামবে লাল সবুজের বাংলাদেশ। সারাদেশ তাকিয়ে আছে লাল-সবুজের জার্সি পরিহিত টাইগারদের দিকে। সেই সাথে তাকিয়ে আছে পাহাড়ী জনপদ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হাজার হাজার ক্রিকেটপ্রেমীও।

সারাদেশের ন্যায় পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে এশিয়া কাপের ভারত-বাংলাদেশ ফাইনাল বড় পর্দায় দেখতে পারবে ক্রিকেট পাগল টাইগার সমর্থকরা। রোববার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মাটিরাঙ্গা উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় খেলা দেখার সুযোগ তৈরি করে দিচ্ছে উপজেলা প্রশাসন।

শনিবার রাতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ক্রিকেটপ্রেমীদের সাথে নিয়ে মহেন্দ্রক্ষণটি উপভোগ করতেই এমন আয়োজন। তিনি জানান, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মুক্তমঞ্চ, তবলছড়ি চত্বর ও পুরাতন হাসপাতাল মোড়ে বড় পর্দায় খেলা দেখতে পারবে ক্রিকেটভক্তরা।

দীর্ঘ চার বছর পর প্রিয় বাংলাদেশ আবারও এশিয়া কাপের ফাইনালে খেলবে। এ কারণেই যেন উৎসাহের কমতি নেই ক্রিকেটপ্রেমী টাইগার সমর্থকদের মধ্যে। মাটিরাঙ্গার হাজার হাজার ক্রিকেট পাগল টাইগার সমর্থক মুখিয়ে আছে মহেন্দ্রক্ষণটি উপভোগ করার জন্য।

প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া গ্রুপ পর্বে সব ক’টি খেলায় জিতে ফাইনালে উত্তীর্ণ হযেছে প্রতিপক্ষ ভারত। অপর দিকে চির শত্রু পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টাইগাররা।

ভারতকে হারিয়ে জয়োল্লাসে মেতে উঠবে সেই অপেক্ষায় প্রহর গুণছে মাটিরাঙ্গার টাইগার সমর্থকরা। এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, মাটিরাঙ্গার ক্রিকেট পাগল টাইগার সমর্থকদের জন্যই আমাদের এ আয়োজন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন