মাটিরাঙ্গায় ৬০ শিক্ষার্থী পেল বীর মুক্তিযোদ্ধা পরিমল ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি

fec-image

মানবিক কর্মকান্ডের পাশাপাশি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বীর মুক্তিযোদ্ধা পরিমল ফাউন্ডেশন। পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ শিক্ষার্থী পেল বীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাচিত ৬০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি হিসেবে এক বছরের শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা. পরাগ দে‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম ও শিক্ষার্থী নদীয়া বড়ুয়া ইস্পা প্রমুখ বক্তব্য রাখেন।

এমন আয়োজনের প্রশংসা করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ডা. পরাগ দে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের পথ দেখিয়ে যাচ্ছেন। তাঁর এ উদ্যোগ আগামী প্রজন্মকে আমাদের অনুপ্রানিত করবে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা বলেন, একজন চিকিৎসক হিসেবে ডা. পরাগ দে দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গার মানুষের পাশে থেকেছেন। তাঁর এ উদ্যোগের ফলে এ জনপদ শিক্ষার আলোয় আলোকিত হবে।

বীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা. পরাগ দে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের পাশে থাকার চেষ্ঠা করছি। তিনি বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, নিজের জীবন বাজি রেখে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন। আগামীতে অর্থাভাবে যাদের লেখাপড়া বন্ধ হবে সেসব অদম্য মেধাবীদের লেখাপড়ার দায়িত্ব নেয়ারও ঘোষনা দেন তিনি।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্যাহ, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, আলুটিলা বটতলী হাই স্কুলের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন