মাটিরাঙ্গা সেনাজোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন ২শত পঞ্চাশটি বাঙালি পরিবার ও ১৬৬ পাহাড়ি পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করে‌ছেন।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল এএসএম মঞ্জুরুল কবির পিএসসি এ সহায়তা প্রদান ক‌রেন।

সহায়তার মধ্যে ৪০০টি কম্বল, ৩টি সেলাই মেশিন, ৪টি সোলার, ৫ বান টিন এবং নগদ এক লাখ টাকা বি‌শেষ মান‌বি‌ক সহায়তা হি‌সে‌বে প্রদান করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

এ সময় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইনসহ অন্যান্য পদস্থ অফিসারগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা, মানবিক সহায়তা, সেনাজোন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন