মাতামুহুরী নদীর চোরাবালিতে আটকে পড়ে ২ ছাত্রীর মৃত্যু

fec-image

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে আটকে পড়ে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের লোটনী সংলগ্ন হাজিয়ানস্থ মাতামুহুরী নদীর বেড়িবাঁধের বালির পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ছাত্রীরা হলেন, কাকারা ইউনিয়নের লোটনী এলাকার আবদুল মোনাফের কন্যা ইসমা জন্নাত (১৩) ও একই এলাকার শামসুর রহমানের কন্যা আসমাউল হুসনা (১০)। তারা দু‘জনই স্থানীয় মাদ্রাসা পড়ুয়া ছাত্রী। তৎমধ্যে ইসমা জন্নাত অষ্টম শ্রেণী ও আসমা পঞ্চম শ্রেণীর ছাত্রী বলে সূত্রে জানায়।

কাকারা ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদ চৌধুরী নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার দুপুরের দিকে তারা ৪-৫ জন সহপাঠী নিয়ে দলবদ্ধভাবে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। ওই সময় দুইজন চোরা বালিতে আটকে পড়ে পানিতে ডুবে তলিয়ে যায়।

এসময় গোসল করতে যাওয়া অন্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে শুরু করে। পানিতে তলিয়ে যাওয়ার কিছুক্ষণ পর একজনের মৃতদেহ ভেসে উঠলেও অপর জনের সন্ধান পাওয়া যাচ্ছিল না।

পরে স্থানীয় ও পরিবারের লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে অপর নিখোঁজ ছাত্রীকেও উদ্ধার করে দ্রুত দু‘জনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ছাত্রী দুই জনের মৃত্যুর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান বলেন, পানিতে ডুবে দুই ছাত্রী নিখোঁজ বিষয়টি জানার পরপরই তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত্য ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া, চোরাবালি, মাতামুহুরী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন