মাদকের মামলায় সেন্টমার্টিনের রউফ মেম্বারের ৭ বছর কারাদণ্ড

fec-image

ইয়াবার মামলায় টেকনাফের সেন্টমার্টিনের সাবেক মেম্বার আবদুর রউফের ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছে কক্সবাজারের আদালত।

সেই সঙ্গে ৩ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১ আগস্ট) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে এসটি ১২১৪/১৯, জিআর ১২০/১৮ মামলা শুনানি শেষে রায় ঘোষণা করেন বিচারক মোহাম্মদ ইসমাইল।

এ সময় আদালতের কাঠগড়ায় আসামি উপস্থিত ছিলেন। তার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান।

আবদুর রউফ সেন্টমার্টিন ৫ নং ওয়ার্ডের আবদুল জলিল প্রকাশ আবদুল হকের ছেলে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯ (খ) ধারায় আবদুর রউফকে দোষী সাব্যস্থ করে এ রায় প্রদান করেন বিচারক। তবে নির্বাচিত জনপ্রতিনিধি বিবেচনায় অপরাধের সাজা হ্রাস করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কারাদণ্ড, মাদক, মামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন