‘মানব পাচার প্রতিরোধ করতে হলে সকলের সহযোগিতা ও সচেতনতা জরুরি’

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে মানব পাচার প্রতিরোধ বিষয়ক (সিটিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মার্চ) সকাল ১১টায় ইসলামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম।

সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, ইউপি সচিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

মানব পাচার প্রতিরোধ বিষয়ক আলোচনায় অংশ নেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম, আন্তর্জাতিক এনজিও সংস্থা আইওএম কর্মকর্তা ছালাহ উদ্দিন, সারা সাদিয়া ইসরাত, নাজমুন নাহার, বিএনডব্লিউএলএ’র প্রকল্প কর্মকর্তা দিপ্তী বল ও কমিউনিটি মোবাইলাজার মো. কামাল হোসেন।

মানব পাচার থেকে এলাকার পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে রক্ষা করতে বিভিন্ন সতর্কতামূলক নির্দেশনা তুলে ধরে বক্তারা বলেন, মানব পাচারেরমত ভয়াল প্রথাকে প্রতিরোধ করতে হলে সরকার, সংস্থা, জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে এসে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।

এসময় সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম জনগণের মাঝে মানব পাচার প্রতিরোধ বিষয়ক সচেতনতা সৃষ্টি করতে সংশ্লিষ্ট সংস্থাকে সম্ভব সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মানব পাচার, সচেতনতা, সহযোগিতা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন