মানিকছড়িতে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন

fec-image

জাতীয় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শনিবার মানিকছড়িতে উদ্বোধন করা হয়েছে।

১৯ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে জাতীয় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রতন খীসার সভাপতিত্বে টিকাদান কার্যক্রম উদ্বোধনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল ও অফিসার ইনচার্জ আমির হোসেন উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রতন খীসা জানান, জাতীয় হাম-রুবেলা কার্যক্রম ১৯ ডিসেম্বর-৩১ জানুয়ারি-২০২১ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার ২শত ৮৮টি কেন্দ্রে ৯ মাস-১০ বছর বয়সী শিশুদের এক ডোজ হাম-রুবেলার টিকা দেয়া হবে। মোট ১২ হাজার ৬শত শিশু এই হাম-রুবেলার টিকা পাবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্যাম্পেইন, জাতীয়, মানিকছড়িতে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন