খাগড়াছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সভা

fec-image

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতে আগামীকাল থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের অবহিতবরণের লক্ষে খাগড়াছড়ির সিভিল সার্জন কার্যালয়ে সভার আয়োজন করা হয়।

এ সময় খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ছাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া বক্তব্য রাখেন।

উল্লেখ্য, সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৮ শ ৬৭ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৯২ হাজার ২ শ ৩৪ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া স্থায়ী ৯ টি ও অস্থায়ী ৯ শ ৩৬ টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে বলে জানান, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ছাবের।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্যাম্পেইন, খাগড়াছড়ি, ভিটামিন এ প্লাস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন