মানিকছড়িতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

fec-image

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপত্বিতে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. এনায়েত উল্লাহ মাহফুজ, প্যানেল ইউপি চেয়ারম্যান মো.ইদ্রিস ইসলাম বাচ্চু, মো. শাহ আলম খা, মানিকছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমুখ।

স্বাগত বক্তব্যে প.প. কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন বলেন, ১৭-২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠিত হবে। ‘সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’ এই স্লোগানে এ বছর সেবা ও প্রচার সপ্তাহে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। চার ইউনিয়ন বিশিষ্ট উপজেলায় এখনো পরিবার পরিকল্পনা সেবা চলছে পূর্বের দুই ইউনিয়ন হিসেবে। এতে করে পরিবার পরিকল্পনার স্বল্প সংখ্যক জনবল দিয়ে পুরো উপজেলায় কাজ করতে গিয়ে কিছুটা সমস্যাও হচ্ছে বলেও জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সেবা তৃণমূলে পৌঁছে দিতে পরিবার পরিকল্পনা সেবীদের এগিয়ে আসতে হবে। জন্মনিয়ন্ত্রণে স্থায়ী ও অস্থায়ী সেবায় গ্রহীতা সংখ্যা বাড়াতে হবে।

সভাপতি রক্তিম চৌধুরী বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তরিত করতে হলে অবশ্যই পরিকল্পিত পরিবার গঠনে পরিবার কল্যাণ সেবার বিকল্প নেই। এছাড়াও জনবল বৃদ্ধির বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এ্যাডভোকেসি সভা, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ, মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন