মানিকছড়িতে মানবাধিকার কমিশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

fec-image

বাংলাদেশ মানবাধিকার কমিশন’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মানিকছড়ি উপজেলা কমিটি আয়োজন করেন আলোচনা সভা। রবিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মানবতাবাদী সুভাষ চক্রবর্তী।

সংগঠনের সাধারণ সম্পাদক মানবতাবাদী এম.এ. কবির আশ্রাফ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন।

অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আতিউল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, উপজেলা গ্রাম ডাক্তার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ রমজান আলী প্রমূখ।

সভায় অতিথিদের আসন গ্রহণ শেষে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন মানবাধিকার কমিশনের সদস্যরা।। পরে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন এর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।

এর পর বক্তব্য রাখেন, সংগঠনের সহ- সভাপতি বিপ্লব দে, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন, দুপ্রক সভাপতি মোঃ আতিউল ইসলাম, অফিসার ইনচার্জ আমির হোসেন ও প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।

সভায় অতিথিরা মানবাধিকার প্রসঙ্গে বলেন, মানুষের অধিকার নিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন আজ দেশব্যাপি কাজ করছে। গ্রামের অসহায়, সহজ- সরল মানুষ নিজের অধিকার আদায়ে এখনো কোথাও না কোথাও কম-বেশী প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই প্রতিটি মানুষ তার প্রাপ্ত অধিকার অনায়াসে ভোগ করুক।

মানবতার অধিকার আদায় যারা স্বেচ্ছায় নিজেকে আত্মনিয়োগ করেছেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। জাতি এসব মানবতাবাদীদের স্মরণ রাখবে। পরে অনুষ্ঠানের সভাপতি সুভাষ চক্রবর্তীর বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রতিষ্ঠাবার্ষিকী, মানবাধিকার কমিশন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন